কালো ও ঝলমলে চুলের জন্য কফির ৩ প্যাক

চুল প্রাকৃতিকভাবে কালো ও ঝলমলে করতে চাইলে ব্যবহার করতে পারেন কফির হেয়ার প্যাক। এটি চুল পড়া কমাতেও কার্যকর। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।

574800826-H

  • নারকেল তেল কুসুম গরম করে কফির সঙ্গে মিশিয়ে নিন। চুলের গোড়ায় প্যাকটি ম্যাসাজ করুন। এটি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের বৃদ্ধি দ্রুত করবে। পাশাপাশি কমাবে চুল পড়া। আধা ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে একদিন ব্যবহার করুন কফির প্যাকটি।
  • ১ চা চামচ কফি পাউডার, ১ চা চামচ মধু ও পরিমাণ মতো অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে।
  • ১ কাপ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ কফি পাউডার ও অর্ধেকটি লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন ৪০ মিনিট। ধুয়ে ফেলুন শ্যাম্পুর সাহায্যে। নিয়মিত ব্যবহারে চুল হবে নরম ও ঝলমলে।