ব্যবহৃত টি-ব্যাগেই সুন্দর ত্বক

ব্যবহার করা গ্রিন টি বা ব্ল্যাক টি-ব্যাগ ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন রূপচর্চায়। এটি ডার্ক সার্কেল দূর করার পাশাপাশি দূর করবে ত্বকের বলিরেখা। জেনে নিন ত্বকের যত্নে টি-ব্যাগের ব্যবহার।

Teabag-GettyImages-664569082-dedb8275ca6b4360966cac28f1f88e15

  • ব্যবহারের পর গ্রিন টি-ব্যাগ থেকে পাতা বের করে ফেসপ্যাকে মিশিয়ে ব্যবহার করুন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষ পুনর্জীবিত করবে।
  • ব্যবহারের পর ফ্রিজে রেখে দিন টি-ব্যাগ। আধা ঘণ্টা পর চোখের উপরে রেখে দিন ১০ মিনিট। ডার্ক সার্কেল দূর হবে।
  • টি-ব্যাগের চা পাতা বের করে ফুটিয়ে নিন। লিকার ঠাণ্ডা করে ছোট কাপড় ভিজিয়ে ত্বকে চেপে নিন। রোদে পোড়া দাগ দূর হবে।
  • ত্বকের অতিরিক্ত তেল দূর করতে চায়ের লিকার দিয়ে ধুয়ে নিন ত্বক।
  • গ্রিন টি-ব্যাগ কুসুম গরম পানিতে ডুবিয়ে ঠোঁটে লাগান। ঠোঁট ফাটা থেকে মুক্তি মিলবে।
  • চোখের ফোলা ভাব কমাতে টি-ব্যাগ চোখের উপরে রেখে দিন ৫ মিনিট।