রঙিন চুলের যত্নে...

brown-hair-care-tips-34432

অনেকেই রঙ করার পর চুল নিয়ে অভিযোগ করতে শুরু করেন। আগা ফেটে যাওয়া এবং শুষ্ক ও বিবর্ণ হয়ে যাওয়ার মতো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে চুল রঙ করার পর। এগুলো থেকে রেহাই পেতে রঙিন চুলের খানিকটা বাড়তি যত্ন নিন। জেনে নিন রঙিন চুলের যত্নে কী কী করবেন-

প্রতিদিন শ্যাম্পু দিয়ে চুল ধোবেন না
আপনি যতই পরিষ্কার বাতিকগ্রস্ত হন না কেন, প্রতিদিন শ্যাম্পু দিয়ে রঙিন চুল ধোয়াটা বোকামিই হবে। প্রতিদিন চুল ধুলে গোঁড়ায় থাকা প্রাকৃতিক তেল কমে চুল শুষ্ক হয়ে যায়। ফলে ফেটে নষ্ট হয়ে যায় চুল।

চুল মুছে তারপর লাগান কন্ডিশনার
চুল শ্যাম্পু করার সঙ্গে সঙ্গেই কন্ডিশনার লাগাবেন না। তোয়ালে দিয়ে চেপে হালকা মুছে তারপর লাগান কন্ডিশনার।

অতিরিক্ত গরম পানি এড়িয়ে চলুন
গোসলের সময় অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না। এটি চুলে শুষ্কতা নিয়ে আসে। উষ্ণ গরম পানি ব্যবহার করতে পারেন। সবচেয়ে ভালো হয় ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুতে পারলে।

প্রতিদিন দুইবার চুল ব্রাশ করুন
সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে চুল ব্রাশ করুন। এতে চুলের গোড়ায় রক্ত চলাচল ঠিক থাকে।
 
/এনএ/