ঝলমলে চুলের জন্য ৫ হেয়ার স্প্রে

ঘরে তৈরি হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন চুলের নিয়মিত যত্নে। এগুলো কেবল চুলের উজ্জ্বলতাই বাড়াবে না, পাশাপাশি চুল করবে শক্তিশালী ও ঝলমলে। বাড়াবে চুলের বৃদ্ধিও।

maxresdefault
মেথি
মেথিতে রয়েছে ভিটামিন সি, কে এবং এ। এসব ভিটামিন চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়ক। মেথি সারারাত ভিজিরে রাখুন। পরদিন ছেঁকে পানি একটি স্প্রে বোতলে নিয়ে নিন। চুলের গোড়ায় স্প্রে করুন এটি। ২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করুন এই স্প্রে।
আদা
চুল পড়ে যাওয়া ও ভেঙে যাওয়া রোধ করতে কার্যকর এই স্প্রে। এক কাপ পানিতে দুই টেবিল চামচ আদার রস মিশিয়ে ঝাঁকিয়ে নিন। চুলের গোড়ায় স্প্রে করুন এটি। ২ ঘণ্টা পর ধুয়ে ফেলুন ভালো করে। সপ্তাহে একবার ব্যবহার করুন।
Aloe-Juice-1024x684অ্যালোভেরা
এটি চুল ঝলমলে করার পাশাপাশি দূর করবে খুশকি। ১ কাপ কুসুম গরম পানির সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরার জেল ও ৫ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে ঝাঁকিয়ে নিন। হালকা ভেজা চুলে স্প্রে করুন এটি।
গোলাপজল
চুলের অতিরিক্ত তেলতেলে ভাব কমাতে সক্ষম গোলাপজল। গরম পানিতে গোলাপের পাপড়ি দিয়ে মৃদু আঁচে রেখে দিন। ২০ মিনিট পর ছেঁকে ঠাণ্ডা করুন পানি। বোতলে নিয়ে চুলে স্প্রে করুন।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া