প্রাকৃতিক গোলাপি ঠোঁটের জন্য ঘরোয়া স্ক্রাব

ঠোঁট ফাটাই যে কেবল সমস্যা তা নয়। ঠোঁট কালচে হয়ে যাওয়া কিংবা মরা চামড়া জমে থাকাও বেশ দৃষ্টিকটু। ঘরোয়া যত্নে পেতে পারেন প্রাকৃতিকভাবেই গোলাপি ও সুন্দর ঠোঁট। জেনে নিন কীভাবে।  

Make-Bubblegum-Lip-Scrub-Step-8

  • ১ চা চামচ মধু ও ১ চা চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। সামান্য গরম পানি ও খানিকটা মোটা দানার চিনি মিশিয়ে ঠোঁটে ঘষুন। ৩ মিনিট পর ধুয়ে ফেলুন। ঠোঁটে জমে থাকা মরা চামড়া দূর হয়ে ঠোঁট হবে গোলাপি ও কোমল।
  • কফির সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগান ঘষে ঘষে। ২ মিনিট ম্যাসাজ করার পর আরও ২ মিনিট অপেক্ষা করে তারপর ধুয়ে ফেলুন।
  • গোলাপের পাপড়ির সঙ্গে দুধ মিশিয়ে ব্লেন্ড করে নিন। ঘন মিশ্রণ লাগান ঠোঁটে। কয়েক মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া