বর্ষায় কাঠের আসবাবের যত্ন

শুরু হয়েছে বর্ষাকাল। এ সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকে, ফলে আসবাবপত্রও স্যাঁতসেঁতে হয়ে যায়। বাড়তি যত্ন না নিলে কাঠের আসবাব নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি।

maxresdefault

  • জানলা থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন কাঠের আসবাব। এতে বৃষ্টির পানির ঝাপটা বা আর্দ্রতা সহজে এসে লাগবে না।
  • বর্ষাকালে কাঠের আসবাব দেয়ালের সঙ্গে একদম লাগিয়ে রাখবেন না। এ সময় দেয়াল ড্যাম্প হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ড্যাম্প দেয়ালের সংস্পর্শে এসে কাঠের আসবাব নষ্ট হয়ে যেতে পারে দ্রুত।
  • আসবাব পরিষ্কার রাখুন সবসময়। সপ্তাহে অন্তত দুই দিন কাঠের আসবাব শুকনো কাপড় দিয়ে মুছে নিন। ধুলোময়লা খুব সহজেই বাতাসের আর্দ্রতা টেনে নিয়ে নষ্ট করে আসবাব।
  • কাঠের আলমারি বা অন্য আসবাবের ভেতর ন্যাপথালিনের বল রাখুন। এগুলো বাতাসের আর্দ্রতাকে টেনে নেয় এবং ঘুণ লাগার হাত থেকেও বাঁচায়। ন্যাপথলিন ছাড়াও নিমপাতা, লবঙ্গ রাখতে পারেন। 
  • কাঠের আসবাবে ওয়েলকোট বা মোমের প্রলেপ করে দিতে পারেন এতে টেকসই হবে অনেক দিন।