সংবেদনশীল ত্বকের যত্ন

বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। এ সময় তাই সংবেদনশীল ত্বকের চাই খানিকটা বাড়তি যত্ন। জেনে নিন এ ধরনের ত্বকের যত্নে কী করবেন।

unnamed

  • নারকেলের তেল সামান্য গরম করে ত্বকে ঘষে ঘষে লাগান। ১ ঘণ্টা অপেক্ষা করে ফেসওয়াশ ফিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
  • ত্বক পরিষ্কার করে নিন। আমন্ড অয়েল চক্রাকারে ম্যাসাজ করুন ত্বকে। কিছুক্ষন পর ধুয়ে ফেলুন।
  • ফেসওয়াশ দিয়ে ত্বক ধুয়ে মুছে নিন। তুলার টুকরা গোলাপজলে ভিজিয়ে ত্বকে লাগান চেপে চেপে।
  • ১ টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে আধা চা চামচ চিনি মিশিয়ে স্ক্রাব করে নিন ত্বক। ২ থেকে ৩ মিনিট ম্যাসাজ করে অপেক্ষা করুন ৫ মিনিট। ত্বক ধুয়ে ফেলুন ফেসওয়াশ দিয়ে।
  • নিম পাতা ফুটিয়ে পানিটুকু সংগ্রহ করুন। ঠাণ্ডা হলে এটি দিয়ে ধুয়ে ফেলুন মুখ।
  • ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ দুধ ও ১/৪ টেবিল চামচ হলুদের গুঁড়া মিশিয়ে বানিয়ে নিন পেস্ট। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তথ্য: বোল্ডস্কাই