ত্বক ও চুলের যত্নে ওটমিল

লোমকূপের ভেতরে জমে থাকা ময়লা দূর করতে ওটমিলের জুড়ি নেই। এটি ব্ল্যাকহেডস ও ত্বকের মরা চামড়া দূর করতে কার্যকর। চুলের সৌন্দর্য বাড়াতেও ব্যবহার করতে পারেন ওটমিল। জেনে নিন রূপচর্চায় এর ব্যবহার সম্পর্কে। 

oatmeal

  • সংবেদনশীল ত্বকের যত্নে ওটমিল গুঁড়ার সঙ্গে অ্যালোভেরা জেল ও পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  • ব্ল্যাকহেডস দূর করতে ওটমিল সেদ্ধ করে মধু ও বেকিং সোডা মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  • ভিজিয়ে রাখা ওটমিলের সঙ্গে টক দই ও টমেটো মিশিয়ে ব্যবহার করুন বডি স্ক্রাব হিসেবে।
  • পাকা কলা, ওটমিল ও আমন্ড অয়েল মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করবে ত্বক।
  • রুক্ষ চুলে প্রাণ ফেরাতে ব্যবহার করতে পারেন ওটমিলের প্যাক। দুধে ভিজিয়ে রাখুন ওটমিল। খানিকটা মধু মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।