ত্বকের যত্নে ফলের ৫ প্যাক

ফলে রয়েছে ভিটামিন, মিনারেল ও অ্যান্টি-অক্সিডেন্ট যা ত্বকের রুক্ষতা দূর করে প্রয়োজনীয় পুষ্টির জোগান দেয়। এছাড়া উজ্জ্বল, সুন্দর ও বলিরেখাহীন ত্বকের জন্যও হাতের কাছে থাকা এসব ফল অতুলনীয়।

Mango-Face-Packs

পেঁপে
ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনার পাশাপাশি ত্বকের মরা চামড়া দূর করতে ব্যবহার করতে পারেন পেঁপের প্যাক। পাকা পেঁপের তিনটি বড় টুকরা চটকে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
কলা
প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ত্বক সুন্দর রাখে পাকা কলা। এতে রয়েছে পটাসিয়ামসহ আরও অনেক পুষ্টিগুণ। একটি পাকা কলা চটকে ১ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
আম
ত্বকে বলিরেখা পড়তে দেয় না আম। আমের সঙ্গে পরিমাণ মতো ময়দা ও দুধ মিশিয়ে মিহি পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
আপেল
ত্বক উজ্জ্বল ও কোমল করতে আপেলের প্যাকের জুড়ি নেই। একটি আপেল পেস্ট করে মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।  
স্ট্রবেরি
কয়েকটি স্ট্রবেরি পেস্ট করে সামানয অ্যালোভেরা জেল ও দুধ মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকে আসবে সজীবতা।