প্রাকৃতিক উপাদানেই ঝলমলে চুল

সুন্দর ও ঝলমলে চুলের জন্য হাতের কাছে থাকা বিভিন্ন উপাদান ব্যবহার করতে পারেন। এগুলোর নেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও। নিয়মিত ব্যবহারে চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি দূর হবে খুশকিও।

Screenshot_20190808-181431_Chrome

  • ১ টেবিল চামচ আমলকীর রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। সারারাত রেখে পরদিন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন।
  • মেথি সারারাত ভিজিয়ে রেখে পরদিন বেটে নিন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ৪৫ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • দুটি লেবু ও কয়েক কোয়া কমলা রস করে নিন। ২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • ২ টেবিল চামচ মোটা দানার চিনির সঙ্গে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল, আধা টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ শ্যাম্পু ও সামান্য পানি মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর ভেজা চুলের গোড়ায় ক্রাবটি ম্যাসাজ করুন। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।