গরমেও তেলতেলে হবে না ত্বক

প্রচণ্ড গরমে তৈলাক্ত ত্বক আরও বেশি তেলতেলে হয়ে পড়ে। এসময় খানিকটা সচেতন না থাকলে বাড়তে পারে ব্রণের প্রকোপ। এছাড়া তেলতেলে ত্বকে ধুলাবালিও বেশি জমে। জেনে নিন কীভাবে ত্বক রাখবেন তেলহীন।

292193546-H

  • গরমে মেকআপ একেবারেই ব্যবহার না করার চেষ্টা করুন। সাদা পাউডারেই খুঁজে নিন স্বাচ্ছন্দ্য।
  • বাইরে বের হওয়ার সময় সঙ্গে রাখুন ব্লটিং পেপার। ত্বক ঘেমে গেলে ব্লটিং পেপার দিয়ে মুছে নিন।
  • বার বার ত্বক ধোয়ার অভ্যাস করুন। এতে বাড়তি তেল দূর হবে।
  • তৈলাক্ত ত্বকের জন্য প্রস্তুত বিশেষ ধরনের প্রসাধনী সামগ্রীই বেছে নেবেন এই গরমে।
  • মুলতানি মাটি দিয়ে ফেসপ্যাক বানিয়ে লাগান ত্বকে। এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করবে।
  • একটি ডিমের সাদা অংশের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • টমেটো চাকা করে কেটে চিনি মিশিয়ে ত্বকে ঘষুন। এটিও আপনার ত্বক রাখবে তেলহীন।
  • মসুরের ডালের সঙ্গে মধু মিশিয়ে গ্রিন্ড করে নিন। ত্বকে কিছুক্ষণ ঘষে অপেক্ষা করুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। 
  • ওট গুঁড়ার সঙ্গে গরম পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ত্বকে কিছুক্ষণ ঘষে ধুয়ে ফেলুন।