চুলের রুক্ষতা দূর করার টিপস

বর্ষার এই স্যাঁতসেঁতে আবহাওয়ায় চুল ও ত্বক হারিয়ে ফেলে প্রাণ। বিশেষ করে ভেজা চুল ঠিক মতো না শুকানোর ফলে ও বাতাসে থাকা আর্দ্রতার কারণে চুল হয়ে পড়ে রুক্ষ। জেনে নিন চুলের রুক্ষতা দূর করার কিছু টিপস।

unnamed

  • শ্যাম্পু শেষে চাল ধোয়া পানির সঙ্গে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে সেটা দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • নারকেলের দুধের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ও ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • ১ চা চামচ করে ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, গ্লিসারিন, ভিনেগার, শ্যাম্পু ও কন্ডিশনার মিশিয়ে নিন। মিশ্রণটি ভালো করে চুলে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন নেই।
  • পাকা কলা চটকে ১ চা চামচ মধু মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ২৫ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • মেথি সারারাত ভিজিয়ে রেখে পরদিন পেস্ট করে চুলে লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে।