গাজরের প্যাকে উজ্জ্বল ও টানটান ত্বক

গাজর খেলে যেমন ত্বক উজ্জ্বল হয়, তেমনি গাজরের প্যাক ত্বকে নিয়মিত ব্যবহার করলেও মেলে সুফল। বলিরেখাহীন উজ্জ্বল ও সুন্দর ত্বকের জন্য কীভাবে ত্বকে গাজরের প্যাক ব্যবহার করবেন জেনে নিন।  

header_image_Article_Main_Image-_Fustany_-_Beauty_-_how_to_make_carrot_facial_mask

  • দুটি গাজর কুচি করে ১ চা চামচ করে দুধ, অলিভ অয়েল ও মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।
  • আধা গ্লাস গাজরের রসের সঙ্গে ১ টেবিল চামচ মধু, একটি ডিমের কুসুম ও প্রয়োজন মতো ময়দা মিশিয়ে নিন। মিশ্রণটি ২০ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। গরম তোয়ালে দিয়ে মুছে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। ত্বক হবে নরম ও মসৃণ।
  • ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে ১ ভাগ গাজরের রস ও ২ ভাগ গোলাপজল মিশিয়ে নিন একসঙ্গে। দ্রবণটি স্প্রে বোতলে নিয়ে প্রতিদিন স্প্রে করুন ত্বকে।
  • ব্রণ দূর করতে একটি গাজর সেদ্ধ করে চটকে ত্বকে ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে দুধ দিয়ে ধুয়ে ফেলুন।