লম্বা চুল পেতে লেবু ব্যবহার করবেন যেভাবে

ঘন ও লম্বা চুলের জন্য লেবুর হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। এতে থাকা ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম ও পেক্টিন চুলের বৃদ্ধি দ্রুত করে। এছাড়া খুশকির জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করতেও লেবুর জুড়ি নেই। জেনে নিন কীভাবে চুলে ব্যবহার করবেন লেবু।

Lemon-Juice-And-Coconut-Oil-Hair-Treatment

  • ২ কাপ পানিতে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে শ্যাম্পু শেষে ধুয়ে নিন চুল।
  • সমপরিমাণ লেবুর রস ও ডাবের পানি একসঙ্গে মিশিয়ে তুলা ভিজিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ২০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • ২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। আধা ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • ৫ টেবিল চামচ মেহেদি গুঁড়ার সঙ্গে ১টি ডিম ও অর্ধেকটি লেবুর রস মিশিয়ে নিন। প্রয়োজন মতো কুসুম গরম পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলে লাগিয়ে রাখুন মিশ্রণটি। ১ থেকে দেড় ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • ১ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ মধু ও ২ চা চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • মুলতানি মাটির সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস ও প্রয়োজন মতো আপেল সিডার ভিনেগার মিশিয়ে মিহি পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ১৫ মিনিট চুলে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • ২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ১ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু ব্যবহার করে।
  • ১টি ডিমের সাদা অংশের সঙ্গে ১ চা চামচ মধু ও ১টি লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা।

তথ্য- বোল্ডস্কাই