হলুদ পদ্মের রাজ্যে (ফটোফিচার)

গোলাপি, হালকা গোলাপি ও সাদা রঙা পদ্ম দেখেই আমরা অভ্যস্ত। তবে এই সেপ্টেম্বরের শুরুতে হলুদ পদ্ম দেখার সৌভাগ্য হলো। কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম বিলের হলুদ পদ্ম সম্পর্কে জানতে পারি। তারপরই কথা বলি প্রকৃতিবিদ বড় ভাই মুস্তাক কাদরীর সঙ্গে। হলুদ রঙের এই পদ্মকে সম্পূর্ণ নতুন একটি প্রজাতি বলে ধারণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের একটি গবেষণা দল। তাদের দাবি, গবেষণাগারের পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হলে উদ্ভিদবিজ্ঞানে হলুদ পদ্ম হবে অনন্য সংযোজন। ফোন করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানির চেয়ারম্যান রাখোহরি স্যারকে। রাখোহরি স্যার বলেন, ‘এখন শুধু গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষায় প্রমাণের অপেক্ষা। হলুদ পদ্ম আমাদের, যার নামকরণ আমাদেরই হবে!’ ছবিতে দেখুন হলুদ পদ্মের সৌন্দর্য।

thumbnail

1

3

5

6

2

7