ব্যবহৃত টুথব্রাশ ফেলে দিচ্ছেন?



পুরনো টুথব্রাশের ব্যতিক্রমী ব্যবহারদাঁতের সুস্থতার জন্য নির্দিষ্ট সময় পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ। ব্যবহৃত টুথব্রাশ ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন বিভিন্নভাবে। জেনে নিন টুথব্রাশের ব্যতিক্রমী ব্যবহার-  

 

ঘরে শিশু থাকলে দেয়ালে রঙ পেন্সিলের দাগ লাগবেই। দেয়াল থেকে দাগ তুলতে ব্রাশে সেভিং ক্রিম লাগিয়ে দাগের ওপর ঘষুন।

রঙ পেন্সিলের দাগ দূর করুন


নখ পরিষ্কার করতে কাজে লাগাতে পারেন পুরানো ব্রাশ। ব্রাশে অল্প লিকুইড সাবান নিয়ে পানি দিয়ে ভিজিয়ে নখ ঘষুন। দূর হবে নখের ময়লা ও মরা চামড়া।

নখ পরিষ্কার করুন ব্রাশ দিয়ে 

মেকআপ ব্রাশ পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন টুথব্রাশ। মাইল্ড শ্যাম্পু টুথব্রাশে লাগিয়ে পরিষ্কার করুন মেকআপ ব্রাশ। তারপর উষ্ণ পানিতে ধুয়ে ফেলুন।

মেকআপ ব্রাশ পরিষ্কার করুন টুথব্রাশ দিয়ে

জুতার নিচে ময়লা জমলে পুরানো টুথব্রাশ দিয়ে ঘষে তুলে ফেলুন।

জুতা পরিষ্কার করুন ব্রাশ দিয়ে

নন-জেল টুথপেস্ট ব্রাশে নিয়ে টাইলসের মেঝে ঘষুন। মেঝের দাগ দূর হবে।

মেঝের দাগ দূর করুন

হেয়ার ব্রাশ ব্যবহারের পর চুল আটকে থাকে। পুরানো টুথব্রাশ দিয়ে পরিষ্কার করুন ব্রাশের চুল।

হেয়ার ব্রাশের চুল পরিষ্কার করতে

টুথব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন গহনা। ব্রাশে শ্যাম্পু লাগিয়ে গহনা পরিষ্কার করুন।  

গহনা পরিষ্কার করুন টুথব্রাশ দিয়ে

ব্রাশে নেইলপলিশ নিয়ে ছিটিয়ে দিন নখে। দেখুন কেমন চমৎকার নেইল আর্ট হয়ে গেছে! 

ব্রাশের সাহায্যে নেইল আর্ট

 

/এনএ/