হিম উৎসবের আজই শেষ দিন

হিম উৎসব

বেশ জাঁকিয়ে শীত পড়েছে। শীতে সবার কাঁপাকাঁপি অবস্থা। সবাই মোটামুটি শীতকে ভয় পায়। কিন্তু শীতকে উদযাপন করছেন একদল তরুণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ক্যাম্পাসে হচ্ছে হিম উৎসব। বিজ্ঞাপনের নৈরাজ্যে গুম হওয়া স্বাধীনতার সন্ধানে আয়োজন করা হয়েছে হিম উৎসবের-এমনটাই দাবি করছেন আয়োজক কর্তৃপক্ষ।

দুদিনের এই হিম উৎসবে ছিল নানা আয়োজন। আর্ট ক্যাম্প, আলোকচিত্র প্রদর্শনী, চিত্র প্রদর্শনী, কবিতা পাঠের আসর, বাউল রাত, গ্রামীন মেলা, পুতুল নাচ এবং কনসার্ট। আজকে রয়ছে  পুতুল নাচ ও কনসার্ট।

গত কালকে ছিল মেলা, রাতভর বাউল গান, আলোকচিত্র প্রদর্শনীসহ কত কি।

যারা গতকালকে মিস করেছেন আজকে ঢু মারুন। মিস করবেন না। এই আয়োজনে যোগ দিতে হলে জেনে নিন ছোট্ট কয়েকটি টিপস-

১। ক্যাম্পাসে সত্যিই প্রচণ্ড শীত, শীতের জামাকাপড় বেশি করে নেবেন।

২। গাড়ি আনলে অবশ্যই মাথায় রাখবেন কবির সরণি থেকে চৌরঙ্গি পর্যন্ত হর্ন দেবেন না, পাখিরা ভয় পাবে।

৩। বাইরের বাসে আসতে চাইলে ডি লিংক, শুভযাত্রা গুলিস্তান থেকে নিউমার্কেট হয়ে আসে, মিরপুর থেকে ইতিহাস, তিতাস আসে।

তো আজই ঘুরে আসুন। ভীষণ আনন্দ পাবেন নিশ্চিত।

/এফএএন/