ঘরোয়া স্ক্রাবে উজ্জ্বল ত্বক

মরা চামড়া জমে ত্বক হয়ে পড়ে বিবর্ণ।  সপ্তাহে একদিন স্ক্রাব ব্যবহার করতে পারেন ব্ল্যাকহেডস ও মরা চামড়া দূর করার জন্য। বাজার থেকে কেনা স্ক্রাবের পরিবর্তে বাড়িতে বানানো স্ক্রাব ব্যবহার করুন। তাতে সাশ্রয় এবং উপকার দুটোই হবে বেশি।

10-Homemade-Face-Scrubs-for-Winter-e1515182749324

  • সংবেদনশীল ও শুষ্ক ত্বকের জন্য সামান্য নারকেল তেলে কয়েক ফোঁটা আপেল সিডার ভিনিগার এবং আধা চা চামচ ওট মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার  করুন ত্বকে। ওটস ত্বকের উপর থেকে কোমলভাবে মৃতকোষ দূর করে বলে শুষ্ক ও সেনসিটিভ ত্বকের জন্য এটি খুব ভালো। ভিনিগারের পরিবর্তে মধু ও লেবুর রসও ব্যবহার করতে পারেন।
  • ওটস, চালের গুঁড়া, কমলার খোসা গুঁড়া, কফি ইত্যাদি স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। এর সঙ্গে মেশাতে পারেন গাজর কুচি, টমেটো, আলুর রস, গ্লিসারিন, গোলাপজল কিংবা মধু। ত্বকের ধরন স্বাভাবিক হলে বেছে নিতে পারেন এই উপকরণগুলো।
  • তৈলাক্ত ত্বকের জন্য স্ক্রাবে মেশাতে পারেন কমলার খোসা গুঁড়ো। স্বাভাবিক ত্বকের জন্য উপরের উপকরণগুলোর মধ্যে যেকোনোটিই বেছে নিতে পারেন।
  • স্ক্রাব করার সময় সবসময় ভেজা ত্বকে আলতো হাতে সার্কুলার মোশন ব্যবহার করুন। খুব জোরে ঘষাঘষি করবেন না।