রোমকূপে জমে থাকা ময়লা দূর করুন এভাবে

শীতে ধুলোবালির প্রকোপ বাড়ে। এছাড়া ত্বক ফেটে জমে মরা চামড়া। ধুলা ও ময়লায় ত্বকের রোমকূপ বন্ধ হয়ে যায়। এতে ব্ল্যাকহেডস ও ব্রণ যেমন দেখা দিতে পারে, তেমনি ত্বক হয়ে যেতে পারে প্রাণহীন। ত্বকের বন্ধ হয়ে যাওয়া রোমকূপ খুলতে ঘরোয়া পদ্ধতির সাহায্য নিতে পারেন।

separated-egg-white-and-yolk

  • রোমকূপে জমে থাকা ময়লা দূর করতে আধা কাপ সেদ্ধ ওটমিলের সঙ্গে ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন।
  • একটি ডিমের কুসুমের সঙ্গে ১ চা চামচ অলিভ অয়েল ও ১ চা চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ত্বক ধুয়ে ফেলুন। এই প্যাকটি শুষ্ক ত্বকের জন্য ভীষণ কার্যকর।
  • বেকিং সোডার সঙ্গে সামান্য ফেসওয়াশ মিশিয়ে ত্বকে ঘষুন। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন।
  • কর্নমিলের সঙ্গে সামান্য পানি মিশিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।