ত্বকের রুক্ষতা দূর করে কলা

শীত মানেই টানটান ও রুক্ষ হয়ে যাওয়া ত্বক। শীতে ত্বক নরম রাখতে ব্যবহার করতে পারেন পাকা কলার ফেস প্যাক। কলাতে রয়েছে পটাশিয়াম এবং ভিটামিন-এ। এসব উপাদান ত্বক রাখে কোমল ও স্বাস্থ্যোজ্জ্বল। নিয়মিত ত্বকে এই প্যাক ব্যবহার করলে ত্বকের শুষ্কতা হ্রাস পায়। বলিরেখা ও কালচে দাগ দূর করতেও কলার জুড়ি নেই।

soothing-and-moisturizing-diy-banana-face-mask-1-500x333

  • ত্বকের শুষ্কতা দূর করতে বানিয়ে নিন প্যাক। ১ চা চামচ বেসন চন্দন গুঁড়া, অর্ধেকটি কলা, ১ চা চামচ মধু, ২ চা চামচ লেবুর রস, সামান্য হলুদ এবং ১ চা চামচ দই একসঙ্গে মিশিয়ে নিন।। মিশ্রণটি আধা ঘণ্টা ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • ১/৪ কাপ টক দই, ২ টেবিল চামচ মধু ও একটি কলা একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  • ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন কলার খোসার ফেস স্ক্রাব। এটি রোমকূপে জমে থাকা ময়লা দূর করবে। এছাড়া শীতকালে ত্বকে জমা মরা চামড়া দূর করতেও কার্যকর এই ক্রাব। ১ টেবিল চামচ গুঁড়া দুধ, ১ টেবিল চামচ সুজি, আধা চা চামচ লেবুর রস ও ১ চা চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। কলার খোসাকে চৌকো করে কেটে তার উপর মিশ্রণটি লাগিয়ে ত্বকে ঘষুন। কয়েক মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
  • একটি কলা চটকে ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। গলা ও ঘাড়ের ত্বকেও লাগাতে পারেন। ২০ মিনিত পর ধুয়ে ফেলুন। ত্বক হবে কোমল।
  • অর্ধেকটি কলা চটকে ১ চা চামচ আপেল সিডার ভিনেগার মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালচে দাগ দূর করবে।
  • ত্বকের তারুণ্য ধরে রাখতে একটি কলা চটকে ১ চা চামচ কমলার রস ও ১ টেবিল চামচ টক দই মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।