তরুণ উদ্যোক্তাদের ভিন্নরকম মেলা

‘আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা’ স্লোগান নিয়ে এ বছরের জুলাই মাসে ফেসবুকের একটি গ্রুপের মাধ্যমে শুরু হয়েছিল তরুণ উদ্যোক্তাদের নতুন প্ল্যাটফর্ম ‘ইয়াং এন্ট্রাপ্রেনারস অ্যান্ড ই-কমার্স সোসাইটি অব বাংলাদেশ (ওয়াইইইএসবিডি)’ এর পথচলা। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ১৫ হাজার। নিজেদের শক্তি ও যোগ্যতাকে কাজে লাগিয়ে মহামারির দুঃসময়ে এগিয়ে চলার লক্ষ্যেই শুরু হয় প্ল্যাটফর্মটির পথচলা। 
 
127159787_197270235203092_5644545682871615152_n
 
‘যাই কিনবো yeesbd থেকে কিনবো’ প্রতিপাদ্য ঠিক রেখে রাজধানীর একটি রেস্তোরাঁয় গতকাল ২৭ নভেম্বর অনুষ্ঠিত হলো তরুণ উদ্যোক্তাদের প্রথম মিলনমেলা। বিভিন্ন স্থান থেকে উদ্যোক্তারা তাদের নিজস্ব পণ্য নিয়ে হাজির হয়েছিলেন এখানে। প্ল্যাটফর্মটির সকল সদস্যদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার পাশাপাশি নিজস্ব পণ্যকে অন্যের কাছে পরিচিত করাই ছিল আয়োজনটির মূল উদ্দেশ্য।
 
সংগঠনটির সভাপতি নাজনীন আফজাল বলেন, ‘করোনার প্রথম দিকে নতুন উদ্যোক্তারা যখন এক প্রকার দিশেহারা হয়ে যাচ্ছিলেন, তখন আমরা অনুধাবন করি যে আমাদের একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য হলো দক্ষ উদ্যোক্তা তৈরি করা ও তাদের নিজেদের পণ্যের ব্র্যান্ডিং সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করা।  আমরা আগামী জানুয়ারিতে আমাদের  সদস্যদের নিয়ে  কর্মশালার আয়োজন  করবো। যেখানে কীভাবে প্রোডাক্ট সেলিং, মার্কেটিং, সোর্সিং, প্রাইজিং হয়, এসব হাতে কলমে শেখানো হবে।’ 
মিলনমেলার মূল আকর্ষণ ছিল প্ল্যাটফর্মটির উদ্যোক্তাদের নিজস্ব পণ্যের মেলা। জামদানি শাড়ি,  মসলিন শাড়ি, কেডস, মধু, আতর, বিভিন্ন ধরনের হাতে তৈরি জুয়েলারি, চা-পাতাসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল মেলায়।
 
 
 
127133655_506857803621933_2315429104442057980_n
 
এই সংগঠনের অন্যতম উদ্যোক্তা ও মডারেটর মাসুদুজ্জামান রাসেল বলেন, ‘আমাদের কাজ হলো তরুণদের সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়া। এজন্যই সবাইকে এক ছাদের নিচে আনার প্রচেষ্টা করেছি।’
 
‘ক্লিক ফর বেস্ট’ এর স্বত্বাধিকারী সাফায়েত উদ্দীন বলেন, ‘প্রথমে আমার ব্র‍্যান্ডের প্রচার সম্পর্কে  কিছুই জানতাম না। কিন্তু এই প্ল্যাটফর্মে আসার পর আমি একটা প্রোপার গাইড লাইন পেয়ে গেছি। এখন আমার সেল এর গ্রোথরেট বেশ ভালো।’
মিলনমেলার বিশেষ অতিথি  ছিলেন সংবাদ উপস্থাপিতা শামীম আরা মুন্নী, আরজে টুটুল এবং আরজে রাজু।