জাঙ্ক জুয়েলারি পরলেই অ্যালার্জি?

আসছে বিয়ের মৌসুম। বিভিন্ন পার্টিতে জাঙ্ক জুয়েলারিই ভরসা। অনেকে আছেন যাদের এই ধরনের মেটালের সংস্পর্শে আসলেই শুরু হয়ে যায় চুলকানি ও অ্যালার্জি। যাদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল, তারাই এ ধরনের সমস্যায় বেশি ভোগেন। জেনে নিন এমন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে।

LL_jewllery-nailpolish1

  • কানের দুলের ক্ষেত্রে মেটালের পুশ ব্যবহার না করে সিলিকনের পুশ ব্যবহার করুন। অ্যালার্জির আক্রমণ থেকে বাঁচবেন অনেকটাই।
  • গয়নার উল্টো দিকে স্বচ্ছ নেইল পলিশ লাগিয়ে নিতে পারেন। এতে সরাসরি ত্বকের সংস্পর্শে আসবে না গয়না।
  • যাদের অ্যালার্জির সমস্যা হয়, তারা খুব বেশি সময় পরে থাকবেন না জাঙ্ক জুয়েলারি। চেষ্টা করবেন ভারি দুল না পরার।
  • বাইরে থেকে ফিরেই এমিটেসনের দুল খুলে সোনার দুল পরে নিন। এতে দ্রুত অ্যালার্জি কমে যাবে।
  • জাঙ্ক জুয়েলারি পরিষ্কার জায়গায় সংরক্ষণ করবেন পরবর্তী ব্যবহারের জন্য।