ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য চলতি মাসে দুই ইভেন্ট

ছোট ব্যবসা কেবল অবসর সময়ের উদ্যোগ নয়, অনেকের কাছে জীবিকা নির্বাহের একমাত্র পন্থা এটি। এই চলতি মহামারির সময় ছোট ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের শক্তি বাড়ানোর জন্য এবং তাদের ব্যবসাকে আবার স্পন্দন দিতে একটি প্ল্যাটফর্ম সরবরাহের জন্য 'প্ল্যানিং বাই শেইখস' দু'টি ইভেন্ট নিয়ে ফিরে আসছে এই মাসে।

128912813_1118300271958895_2028022418985801682_n

 

'প্ল্যানিং বাই শেইখস' এর অন্যতম স্বত্বাধিকারী শেখ মানি মারজান বলেন, ‘আমরা এই ডিসেম্বরে মেগা ফেস্টিভ্যাল সপ্তাহ ঘোষণা করেছি। যাতে ভিক্টরি কার্নিভ্যাল (১৬ এবং ১৭ ডিসেম্বর) এবং হলিডে ফিয়েস্টা (২৪ এবং ২৫ ডিসেম্বর) নামের দুটো ইভেন্ট থাকছে। এগুলো সবার জন্য উন্মুক্ত। সমস্ত সুরক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি মেনে ইভেন্ট পরিকল্পনাকারীরা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পদক্ষেপগুলোর মধ্যে আছে বাধ্যতামূলক মাস্ক পরিধান, শরীরের তাপমাত্রা পরীক্ষা করা, প্রতিটি পয়েন্টের প্রবেশের সময় স্যানিটাইজেশন। প্ল্যাটিনাম গ্র্যান্ড, বনানীতে অনুষ্ঠিত হবে ইভেন্ট।  

'প্ল্যানিং বাই শেইখস' এর আরেকজন স্বত্বাধিকারী শেখ মাহরিন শওকত বলেন, ‘আমরা যেহেতু মহামারির সাথে লড়ছি, তাই সমস্ত উদ্যোক্তাদের তাদের গ্রাহকদের কাছে বিভিন্ন ধরনের পণ্য এবং আনুসাঙ্গিক পণ্য প্রদর্শন করার জন্য আমাদের স্টলগুলো কমদামে দেওয়া হচ্ছে যেন তারা আরেকবার উঠে দাঁড়াতে পারেন।’