কুমিল্লায় দেশীয় পোশাক প্রতিষ্ঠানের নতুন শাখা

‘দেশের টাকা দেশে রাখুন’ স্লোগান নিয়ে কুমিল্লায় যাত্রা শুরু করলো ‘ভোগ বাই প্রিন্স’ নামের দেশীয় কাপড়ের ১৩তম শো রুম। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর বাদুরতলা এলাকায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এ শো রুমের উদ্বোধন করেন। এসময় তিনি জাতীয় চেতনার উন্মেষ ঘটাতে দেশের মানুষকে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানান ক্রেতাদের প্রতি।

Comilla Vogue by prince opening news pic

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আরটিভির পরিচালক ফিরোজ আলম টিপু, ভোগ বাই প্রিন্সের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম আক্তার, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা, সংগীত শিল্পী আঁখি আলমগীর। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শ্রাবণ্য তৌহিদা।

উদ্বোধন উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য ৪০ পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়। এখানে রয়েছে ছেলেদের পাঞ্জাবি, টি শার্ট, প্যান্ট, জুতা, এবং মেয়েদের ব্যাগ, জুয়েলারি, থ্রি পিসসহ বাহারি পোশাকের সমাহার।

উদ্যোক্তাদের পে প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং শাকিল ইবনে সুলতান জানান, বাজারে বিদেশি পণ্যের সয়লাব ঠেকিয়ে দেশের টাকা দেশে রাখতে সম্পূর্ণ দেশীয় নিজস্ব পন্য নিয়ে ২০১৬ সালে প্রতিষ্ঠানটি তাদের যাত্রা শুরু করে। ইতোমধ্যে ঢাকার ১০টি শাখাসহ মোট ১৩টি শাখায় ক্রেতা সাধারণের ব্যাপক সাড়া পাওয়া গেছে।