ফ্যাশনে সময় এখন আফ্রিকার, বললেন নাওমি

স্বভাবতই ২০২০ সাল ফ্যাশনের জন্য খুব ভালো সময় ছিল না। বিশ্বের নামকরা ফ্যাশন ব্র্যান্ডগুলো টিকে থাকার জন্য যেখানে ঘাম ঝরাচ্ছে, সেখানে নাইজেরিয়ার লাগোস শহরে সদ্য শেষ হওয়া ফ্যাশন সপ্তাহ অনুষ্ঠান শেষে এটিকে ফ্যাশনের জন্য ‘সবুজ অঙ্কুর’ আখ্যা দিয়েছেন জ্যামাইকান বংশোদ্ভূত নাওমি ক্যাম্পবেল। তিনি বললেন, ‘এখানে আমি অনেক উঠতি তারকাকে দেখলাম। আমি মুগ্ধ।‘

নাওমি ক্যাম্পবেল

আফ্রিকান অভায়ারণ্যের যোগ দিতে কয়েক সপ্তাহ আগে লাগোস যান নাওমি ক্যাম্পবেল। মহামারিপরবর্তী বিশ্বজুড়ে তরুণ ফ্যাশন ডিজাইনারদের এক ছাদের তলায় আনতে এ বছর ভিন্নভাবে আয়োজন করা হয় এটি। অনুর্ধ্ব ৩০ বছরের তরুণ ডিজাইনাররা ভার্চুয়ালি দর্শকদের বিভিন্ন ডিজাইন প্রদর্শন করেন।

‘অতীতে আফ্রিকার সৃজনশীলতা সম্পর্কে লোকেদের ভুল ধারণা ছিল। কিন্তু এই আয়োজনের মাধ্যমে বিশ্বের বাজারে আফ্রিকার তরুণ ফ্যাশন কারিগররা যে তারকা হতে চলেছে তা সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে’ বলেন নাওমি ক্যাম্পবেল।

2560

এবছর মহামারিতে আফ্রিকার ওপর জুড়ে বসা অর্থনৈতিক চাপকে তরুণ ফ্যাশন ডিজাইনরা অনেকাংশেই কাটিয়ে উঠতে পারবেন বলে বিশ্বাস করেন বিশ্বখ্যাত মডেল এই মডেল।