বাড়িতে থেকেই স্বাগত জানান নতুন বছরকে

বেশ খারাপই কেটেছে চলতি বছর। করোনা মহামারির প্রকোপে বিশ্বব্যাপী এক আতঙ্ক ছিল বছর জুড়েই। তবে নতুন বছরে কেটে যাবে সকল অনিশ্চয়তা, এমন প্রত্যাশা আমাদের সবারই। জনসমাগম এড়িয়ে কাছের বন্ধুবান্ধব বা আত্মীয়দের সঙ্গে ঘরে বসেই নানা আয়োজনে স্বাগত জানাতে পারেন নতুন বছরকে।  

bfe13ace-c377-4e88-ba72-38632d4439d1-getty-1061357002

  • ছোট করে থিম পার্টির আয়োজন করতে পারেন ঘরেই। এজন্য নিজেরাই থিম অনুযায়ী বেলুন বা প্রয়োজনীয় অনুষঙ্গ দিয়ে সাজিয়ে ফেলুন ঘর।
  • ফেইরি লাইট দিয়ে ঘরের কোণ আলো-আধারিতে সাজাতে পারেন। ল্যাম্পশেডেও আনতে পারেন পার্টির আবহ। বারান্দার গ্রিল সাজিয়ে নিতে পারেন ছোট ছোট মরিচবাতি দিয়ে।
  • ঘরেই বানিয়ে ফেলুন তান্দুরি বা বারবিকিউ চিকেন। খুব সহজে চুলায় বা ওভেনে এগুলো বানানো যায়। পোড়া মাংসের সঙ্গে থাকতে পারে নান ও মিষ্টিজাতীয় খাবার। 
  • মুভি নাইটের আয়োজন করতে পারেন। এজন্য ড্রয়িং রুমে ম্যাট বিছিয়ে কয়েকটি কুশন সাজিয়ে নিন। রাখুন পপকর্ন, চিপস, বিস্কুট ও কোল্ড ড্রিংকের ব্যবস্থা।
  • রাখতে পারেন ইনডোর গেমস ও র‍্যাফেল ড্রয়ের মতো মজার আয়োজন।