ফিরে দেখা: দেশীয় ফ্যাশন ২০১৫

ফ্যাশন ট্রেন্ড ২০১৫


ফ্যাশনে পরিবর্তন আসে সবসময়ই। রাতারাতি বদলে না গেলেও বিদায়ী বছরে চোখে পড়ার মতো বেশ কিছু পরিবর্তন ছিলো ফ্যাশনে। বছরজুড়ে কটি পোশাক পছন্দ করেছেন ফ্যাশনপ্রেমীরা। কটি সালোয়ার কামিজের পাশাপাশি সাধারণ পোশাকের সঙ্গে জমকালো কটি পরার প্রচলনও দেখা গেছে। গাউন পোশাকের চল ছিলো লক্ষনীয়। পার্টিতে যেমন নজরকাড়া গাউন পরেছেন তরুণীরা, তেমনি গাউন ধাঁচের পোশাকে স্বাচ্ছন্দ্য থেকেছেন বন্ধুদের আড্ডাতেও। আরামদায়ক পালাজ্জো ছিলো ফ্যাশনপ্রিয়দের পছন্দের তালিকায়। টপস আর কামিজের সঙ্গে পালাজ্জো পরেছেন টিনএজাররা। সাদামাটা শাড়ির সঙ্গে বাহারি ব্লাউজের ফ্যাশন ছিলো এ বছর। বিভিন্ন উৎসবে প্রিন্টের ব্লাউজ ও একরঙা শাড়িতে সেজেছেন তরুণীরা।  এছাড়া বিভিন্ন উৎসবগুলোতে চিরন্তন রঙের বাহার নজর কেড়েছে সারাবছরই। ছবিতে এক নজরে দেখে নিন ২০১৫ সালের ফ্যাশন ট্রেন্ড-    

গাউন পোশাক

কটি পোশাক

 

বাহারি ব্লাউজ

টপসের সঙ্গে পালাজ্জো

গাউন ধাঁচের লম্বা পোশাক

জমকালো কটি

ছিমছাম পশ্চিমা পোশাক

উৎসবে চিরন্তন রঙের ট্রেন্ড ছিলো বছর জুড়ে