সরিষা ফুলের রাজ্যে

সরিষা ফুলের রাজ্যে

 

প্রকৃতিজুড়ে এখম শীতের হাওয়া। হেমন্তের ফসল আমন ধান ঘরে ওঠার সঙ্গে সঙ্গে ক্ষেতে সরিষা বোনা শুরু হয়। সরিষার সবুজ গাছের হলুদ ফুল এখন শীতের সোনাঝরা রোদে ঝিকমিকিয়ে উঠছে। দেশের প্রতিটি কোণেই এমন চোখ জুড়ানো হলুদ এখন। দিগন্ত বিস্তৃত হলুদের মেলা প্রকৃতিকে সাজিয়েছে অপরূপ সাজে। বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য মহানগর ঢাকার পাশের গ্রাম নন্দনকোন, আবদুল্লাহপুর, মানিকগঞ্জ, বেজেরহাঁটি, নিমতলি, নাগের পাড়া ও বাসাইল ঘুরে সরিষা ফুলের ছবি তুলে এনেছেন আলোকচিত্রী ফারুখ আহমেদ।
 সরিষা ফুলের রাজ্যে ১

সরিষা ফুলের রাজ্যে ২

সরিষা ফুলের রাজ্যে ৩

সরিষা ফুলের রাজ্যে ৪

সরিষা ফুলের রাজ্যে ৫

সরিষা ফুলের রাজ্যে ৬

সরিষা ফুলের রাজ্যে ৭

 

/এনএ/