রূপচর্চায় ব্ল্যাক টি

অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ ব্ল্যাক টি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন রূপচর্চায়। উজ্জ্বল ত্বক ও ঝলমলে চুলের জন্য কীভাবে এটি ব্যবহার করবেন জেনে নিন।

  • চোখের নিচের বলিরেখা ও কালচে দাগ দূর করতে ব্যবহৃত ব্ল্যাক টি ব্যাগ ঠাণ্ডা করে চোখের উপর দিয়ে রাখুন।
  • চুলে ঝলমলে ভাব আনতে শ্যাম্পু শেষে ব্ল্যাক টি লিকার দিয়ে ধুয়ে নিন চুল।
  • মেহেদির সঙ্গে ব্ল্যাক টি লিকার মিশিয়ে চুলে লাগান। চমৎকার রঙিন আভা চলে আসবে চুলে।
  • ত্বকের কালচে দাগ দূর করতে ঠাণ্ডা টি ব্যাগ চেপে চেপে লাগান।
  • ৮টি টি ব্যাগ এক কাপ পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন স্প্রে বোতলে নিয়ে শ্যাম্পু শেষে চুলের গোড়ায় স্প্রে করুন। শাওয়ার ক্যাপ পরে থাকুন ১৫ মিনিট। চুল বাড়বে দ্রুত।