অকালে টাক পড়া রোধ করে কালোজিরা

  • চুলের ভেতর থেকে পুষ্টি জোগাতে অনন্য কালোজিরার তেল। এই তেল সরাসরি ম্যাসাজ করুন চুলের গোড়ায়। আধা ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। এটি চুলের রুক্ষতা দূর করবে ও চুল দ্রুত বাড়তে সাহায্য করবে।
  • কালোজিরা ফুটিয়ে নিন পানিতে। পানি ঠাণ্ডা হলে ছেঁকে আপেল সিডার ভিনেগার মেশান। মিশ্রণটি দিয়ে চুল ধুয়ে অপেক্ষা করুন কয়েক ঘণ্টা। এরপর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
  • সমপরিমাণ অলিভ অয়েল ও কালোজিরার তেল একসঙ্গে মিশিয়ে নিয়মিত ম্যাসাজ করুন চুলের গোড়ায়। কমে যাবে চুল পড়া।
  • মেহেদি গুঁড়ার সঙ্গে কালোজিরার গুঁড়া মিশিয়ে নিন। চায়ের লিকার মিশিয়ে পেস্ট বানিয়ে চুলে লাগান। আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে অপেক্ষা করুন আধা ঘণ্টা। চুল ধুয়ে ফেলুন পানি দিয়ে।
  • নারকেল তেলের সঙ্গে ১ চা চামচ কালোজিরার গুঁড়া ও মধু মেশান। টাক পড়ে যাওয়া সঙ্গে মিশ্রণটি লাগিয়ে একটি গরম তোয়ালে দিয়ে জড়িয়ে রাখুন চুল। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন ব্যবহার করলে ফল পাবেন দ্রুত।