রঙ করলে কি চুলের ক্ষতি হয়?

  • রঙ বসাতে ব্লিচ করতে হয় চুলে। ব্লিচ করার ফলে চুল হয়ে পড়ে রুক্ষ। খুব সহজে ফেটে যায় ব্লিচ করা চুল। এছাড়া ঝরতেও শুরু করে।

  • ব্লিচ করা মানে চুলে শক্তিশালী কেমিক্যালের আঘাত। এতে চুল হারিয়ে ফেলে এর স্বাভাবিক ময়েশ্চার ও প্রোটিন ব্যালেন্স।

  • রঙিন চুলের প্রয়োজন বেশ খানিকটা বাড়তি যত্ন। সেটি করতে না পারলে খুব দ্রুত নষ্ট হয়ে যায় চুলের স্বাভাবিক সৌন্দর্য।

  • ব্লিচ করার উপাদান মাথার ত্বকে লাগলে অনেক সময় জ্বলুনি হতে পারে। এই জ্বলুনি বেশ কয়েকদিন পর্যন্ত থাকতে পারে।

  • চুল এর স্বাভাবিক তৈলাক্ততা হারিয়ে হয়ে পড়ে শুষ্ক ও প্রাণহীন।

  • চুলের স্বাভাবিক রঙ নষ্ট হয়ে যেতে পারে ব্লিচ ও রঙ করলে।