বসন্ত ও ভালোবাসা দিবসে বিশ্বরঙের আয়োজন

ইটপাথরের এই নগরে প্রকৃতিজুড়ে সেভাবে হয়তো দেখা মেলে না বসন্তের রঙিন হাওয়ার। তবে বাসন্তীরঙা বসনে নগরবাসী ঠিকই বরণ করে নেয় রঙিন বসন্তকে। বসন্ত ও ভালোবাসা দিবস হাত ধরাধরি করে আসার কারণে তরুণদের মাঝে উৎসবের আমেজ একটু বেশিই থাকে এই সময়টায়।

দিবসভিত্তিক সব আয়োজন নিয়ে এসেছে ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ।’ লাল, কমলা, হলুদ, সাদার মিশেলে প্রকৃতি আর ভালোবাসার বিভিন্ন সিম্বলই মূল উপাদান এই আয়োজনের। বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে ৫ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সিঙ্গেল কামিজের উৎসব ‘সিঙ্গেল ফেস্টিভ।’ এই উৎসব থেকে কেনাকাটায় থাকছে শুধুমাত্র সিঙ্গেল কামিজের উপর ২০ শতাংশ মূল্যছাড়।

FHM03424

শীতের শেষবেলায় পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে সুতি ও খাদি কাপড়। শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, টি-শার্ট, উত্তরীয়, মগ ইত্যাদিতে তুলে ধরা হয়েছে প্রকৃতির ফুল, পাতা, গাছসহ প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ। পাশাপাশি ভালোবাসার বিভিন্ন সিম্বলিক উপাদান এসেছে ডিজাইনের অনুষঙ্গ হিসেবে। কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওর্য়াক, স্ক্রিন প্রিন্ট ইত্যাদি।