চুলের জন্য স্টিম জরুরি কেন?

হেয়ার স্টিম কী?
হেয়ার স্টিম আমাদের চুলকে ময়েশ্চারাইজ করার কাজ করে। এর ফলে চুল হাইড্রেট হয়। পাশাপাশি চুল নরমও হয়ে যায়। চুলে স্টিম দিলে আর্দ্রতা চুলের গভীরে যায়।

যেভাবে দেবেন স্টিম
প্রথমে চুলে তেল লাগিয়ে ভালোভাবে ম্যাসাজ করুন। তোয়ালে কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখুন। বাড়তি পানি নিংড়ে চুলে জড়িয়ে রাখুন আধা ঘণ্টা। এতে তেল চুলের গোড়া পর্যন্ত পৌঁছবে এবং মাথার ত্বকে থাকা ময়লা বেরিয়ে যাবে। তোয়ালে খুলে কিছুক্ষণ অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

কেন জরুরি স্টিম?

  • এটি চুলের গোড়া শক্তিশালী করে।
  • স্টিম দেওয়ার ফলে মাথার ত্বকের ছিদ্রগুলি খুলে যায়, ফলে জমে থাকা ময়লা দূর হয়।
  • চুলে স্টিম গ্রহণের ফলে রক্ত ​​সঞ্চালন ঠিক থাকে। এটি চুল বৃদ্ধিতে সহায়তা করে।
  • শুষ্ক চুল হাইড্রেট করার জন্য স্টিম অত্যন্ত কার্যকর। বাষ্প গ্রহণের ফলে মাথার ত্বকের কোলাজেন বৃদ্ধি পায়, যা চুলকে ভালো রাখে।
  • খুশকির সমস্যা দূর করতে সপ্তাহে একবার চুলে স্টিম দিন।