স্নিগ্ধ সাজেই হোক ফাগুন বরণ

শীতের রিক্ততার বিদায়ের ক্ষণ চলেই এসেছে। ঘুমন্ত প্রকৃতি জেগে উঠতে প্রস্তুত। প্রকৃতির এই উৎসবে নিজেকেও সাজিয়ে নিতে পারেন স্নিগ্ধ সাজে। যেহেতু গরম পড়তে শুরু করেছে, সাজ খুব বেশি জমকালো হওয়ার প্রয়োজন নেই। বসন্ত ও প্রকৃতির স্নিগ্ধতা গায়ে মেখেই ভালোবেসে সেজে নিন এদিন।

তাজা ফুল যেমন গুঁজে দিতে পারেন খোঁপায়, তেমনি ফুলেল মোটিফের পোশাকেও সেজে উঠতে পারেন মনের মতো। চুলের সাজে কৃত্রিম ফুলও কিন্তু বেশ যুতসই হবে। আবার গাঁদা ফুলের মালা দু’হাতে জড়িয়েও নিয়ে আসা যায় উৎসবের আবহ।

কানের পাশে গুঁজে দেওয়া অর্কিড বা খোঁপায় শোভা পাওয়া জারবেরা ফুলের সৌন্দর্যে হয়ে উঠতে পারেন অতুলনীয়।

দিনের সাজের জন্য হালকা লিপস্টিক, কাজল আর টিপই যথেষ্ট। রাতে ভালোবাসা দিবসের ডিনারের জন্য অবশ্য একটু জমকালো সাজ চলতেই পারে। গাঢ় লাল লিপস্টিক, স্মোকি আই বেশ বানাবে রাতে।

কানে বড় দুল থাকলে গলা ফাঁকাই থাকুক। নিদেনপক্ষে ছোট্ট একটি চেইন। দু’হাত ভরে পরতে পারেন রেশমি চুড়ি বা সুতার চুড়ি। দিনে চুল বেঁধে রাখলেও রাতের সাজে খোলা চুলেই থাকতে পারেন স্বাচ্ছন্দ্য।

মডেল: ফারাহ দিবা রহমান সিমন
ছবি: সাজ্জাদ হোসেন