কে ক্র্যাফটে সাদাকালোর আয়োজন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্যাশন হাউস ‘কে ক্র্যাফট’ নিয়ে এসেছে সাদাকালোর আয়োজন। একুশের পসরার মোটিফে অনুপ্রেরণার উৎস হিসেবে থাকছে বর্ণ ও শব্দমালার বিন্যাস। এছাড়া কোলাজ, লাইন ড্রইং, ফ্লোরাল, জ্যামিতিক নকশায় সৃজনশীল অলংকরণে তৈরি হয়েছে সালোয়ার-কামিজ, শাড়ি, কটি-কামিজ, কুর্তি, লং কুর্তি, কটি-কুর্তি, পাঞ্জাবি ও শার্ট। শিশুদের জন্য রয়েছে- সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, পাঞ্জাবি ও শার্ট। 

মাধ্যম হিসাবে হাতের কাজ, টাই অ্যান্ড ডাই, প্রিন্ট এবং রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে শোকের কালো, সূর্যের লাল, বিষণ্ণতার ধূসর, সত্য ও পবিত্রতার প্রতীক সাদাকে।

পরিবারের সবার উপযোগী পোশাক, যুগল পোশাকসহ একুশের আয়োজন কে ক্র্যাফটের সকল আউটলেট ছাড়াও অনলাইনে পাওয়া যাবে।