টিউলিপ বাগানে একদিন (ফটোফিচার)

শত শত রঙিন টিউলিপ যতদূর চোখ যায়। উজ্জ্বল রঙের ফুলগুলো সারি বেধে দাঁড়িয়ে আছে বিস্ময় নিয়ে! শীতের দেশের ফুল টিউলিপ ফুটিয়ে চমক সৃষ্টি করেছেন গাজীপুরের ফুল ব্যবসায়ী ও কৃষক দেলোয়ার হোসেন। ১৬ বছর ধরে ফুল ব্যবসার সঙ্গে জড়িত ‘মৌমিতা ফ্লাওয়ার্স’ এর মালিক দেলোয়ার। গত বছর নেদারল্যান্ডের একটি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ১০০ গাছের বাল্ব উপহার হিসেবে পেয়েছিলেন তিনি। সেগুলো দিয়েই সর্বপ্রথম টিউলিপ ফুটিয়ে সবাইকে অবাক করে দেন। এ বছর ৫০০০ বাল্ব তিনি নিজেই কিনে এনেছেন। লাল, হলুদ, গোলাপি ও মাল্টি রঙা ফুল ফুটছে এখন দেলোয়ারের বাগানে। বাগানের ফুল উপহার দিয়েছেন প্রধানমন্ত্রীকেও। আগামী বছর বাণিজ্যিকভাবে টিউলিপ চাষ করবেন বলে জানালেন তিনি। ছবিতে দেখুন দেলোয়ার হোসেনের টিউলিপ বাগান।