২০১৫ মাতানো বিশ্ব মাতানো ফ্যাশন ট্রেন্ডে শাড়ি!

শাড়ি ও গাউন২০১৫ সালটা ফ্যাশন জগতের জন্য বেশ স্বাভাবিক একটি বছর ছিল। সাধারণ ডিজাইনই ছিল সবার। খুব বেশি আহামরি বা জগত মাতানো তেমন কোনও স্টাইল ছিল না। তবে বিশ্ব মাতানো ফ্যাশন ট্রেন্ডে শাড়ির জায়গা করে নেওয়াটা ভীষণ আনন্দের ছিল শাড়িপ্রেমীদের জন্য। বেশ কয়েকটি আন্তর্জাতিক জরিপে শাড়ির নাম উঠে এসেছে বেশ কয়েকবার। ট্রাউজার স্যুট, শার্ট ড্রেস, স্কার্ট, ক্রপ টপসহ আরও অনেক পোশাকের পাশে জ্বলজ্বল করেছে শাড়ি। ছবিতে দেখে নেই এই ট্রেন্ডস… 

শার্ট ড্রেসের চল ছিল বছর জুড়ে

স্কার্টে ছিল নানা বাহার

কিমোনো ট্রেঞ্চ কোটের কদর ছিল বেশ

ফ্রান্সের ফ্যাশন হাউসগুলো এবার ফুলেল জামা বেশ গুরুত্ব দিয়েছে

ফ্যাশন হাউজগুলো থেকে ছিল স্কার্টের ব্যবহার

এই গাউনগুলো বোহেমিয়ান ড্রেস বলে পরিচিত ছিল এবার

পোলো শার্টকে নানাভাবে পরা হয়েছে বছরজুড়ে

অফিসের জন্য বরাবরই ট্রাউজার স্যুট ছিল

শাড়ি ও গাউন

আভিজাত্য প্রকাশে ছিল ক্রপটপসের ব্যবহার

এনিম্যাল প্রিন্ট আর বল প্রিন্টও ছিল এবার

/এফএএন/