উদ্যোক্তাদের পাশে লা মেরিডিয়ান ঢাকা

ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে তারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকা নিয়েছে ভিন্নরকম এক উদ্যোগ। প্রায় ৪০ জন ডিজাইনার ও উদ্যোক্তাকে পণ্য প্রর্দশনীর জন্য পপ আপ স্টোরের ব্যবস্থা করেছে হোটেলটি। লা মেরিডিয়ানের নিচতলায় বিনামূল্যে নিজেদের পণ্য প্রদর্শনীর জন্য পপ আপ স্টোরের সুবিধা পাচ্ছেন উদ্যোক্তারা।

বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যায় এই আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক। উদ্যোক্তা, ডিজাইনারদের স্বাগত জানিয়ে রুবানা হক বলেন, 'আপনারা কারও উপর নির্ভর করবেন না, নিজেই এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কেউ যদি আপনার পাশে নাও থাকে, তাতে কিছু যায় আসে না, এগিয়ে যেতে হবে।  এগিয়ে চলার চেষ্টার মধ্য দিয়েই সাফল্য  আসবে।'

৪ মার্চ থেকে এই প্রদশর্নী চলবে ঈদুল ফিতরের আগের রাত পর্যন্ত (১৩ মে)। এ আয়োজন প্রসঙ্গে বেস্ট হোল্ডিংস লিমিটেডের নির্বাহী পরিচালক মুসলিম আলী আরিফ বলেন, 'পুরোপুরি সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এ উদ্যোগ নিয়েছি। আমাদের সম্ভবনাময় এই ডিজাইনার, উদ্যোক্তরা করোনা মহামারির মধ্যে একটি সংকটময় পরিস্থিতিতে আছে। আমরা চেয়েছি আমাদের মাধ্যমে যেন তাদের পণ্য প্রদর্শনীর সুযোগ হয়। এটি অন্য আর দশটির মেলার মতো ৩-৪ দিনের কোনও আয়োজন নয়।  প্রায় টানা তিন মাস তারা আমাদের এখানে তাদের ডিজাইনকরা পোশাক প্রর্দশনের সুযোগ পাবেন। আমরা এজন্য কোনও চার্জ নিচ্ছি না।'