নারী দিবসের উদযাপন হোক নিজের মতো

অন্যের থেকে সম্মান পাওয়ার আগে জরুরি নিজেকে নিজে সম্মান করা ও ভালোবাসা। আজ ৮ মার্চ বিশ্ব নারী দিবস। দিনটি উদযাপন করতে পারেন নিজের মতো করে।

  • দৈনন্দিন কাজ থেকে নিজেকে একটু ছুটি দিতে পারেন। খানিকটা অবসর সময় কাটান একান্তে। বই পড়ুন বা পছন্দের সিনেমা দেখুন।

  • প্রিয় খাবারটি রান্না করে ফেলতে পারেন। ইচ্ছে না করলে অর্ডার দিয়ে দিন রেস্টুরেন্ট থেকে।

  • নারী বলেই সব কিছু পারতে হবে- এমন মনোভাব দূর করুন। প্রতিটি মানুষের সামর্থ্যের সীমাবদ্ধতা থাকে, সেটা মেনে নিন। শরীর কিংবা মনের উপর চাপ সৃষ্টি করে সামর্থ্যের বাইরে গিয়ে বেশি কাজ করতে যাবেন না কখনও।

নিজেকে সময় দিন

  • নিজেকে ভালোবাসুন মন উজাড় করে। নিজেকে উপহার দিন নিজেই। পার্লারে গিয়ে নিয়ে নিতে পারেন স্পা কিংবা ম্যাসাজ।  

  • মায়ের সঙ্গে সময় কাটাতে পারেন এদিন। কোনও রেস্তোরাঁয় মায়ের সঙ্গে সেরে ফেলতে পারেন ডিনার।

  • নিজেকে অনুপ্রেরণা দিতে সাহসী নারীদের সম্পর্কে জানুন।

  • অসহায় নারীদের জন্য দীর্ঘমেয়াদি কিছু করার পরিকল্পনা করতে পারেন।