ত্বকের সুস্থতায় টমেটোর ৫ প্যাক

টমেটোতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল, ভিটামিন সি, লাইকোপিন এর মতো উপাদান। ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে এসব উপাদানের জুড়ি নেই। টমেটোর ফেস প্যাক নিয়মিত ব্যবহারে ব্রণ, ডার্ক সার্কেল ও ত্বকের কালচে দাগ দূর হবে। পাশাপাশি ত্বক হবে মসৃণ, উজ্জ্বল ও পরিষ্কার।  

টমেটো ও মধু
একটি টমেটো চটকে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। পেস্টটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল, পরিষ্কার ও নরম হবে।

টমেটো, মধু ও লেবু
টমেটো এবং লেবু আমাদের ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। টমেটো চটকে ১ চা চামচ লেবুর রস এবং সমান পরিমাণ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে না শুকানো পর্যন্ত লাগিয়ে রাখুন।

টমেটো ও জোজোবা অয়েল
অর্ধেকটি টমেটোর সঙ্গে ১ চা চামচ জোজোবা অয়েল এবং ৩-৫ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন ভালো করে। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। ত্বক থাকবে আর্দ্র।  

টমেটো ও চিনি
টমেটোর রসে চামচ চিনি মিশিয়ে আলতো হাতে ঘষুন ত্বকে। কিছুক্ষণ ত্বকে রেখে ধুয়ে ফেলুন। ব্ল্যাকহেডস ও ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে। 

টমেটো, দই ও ওটস
টমেটো চটকে ১ টেবিল চামচ ওটস ও ১ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ম্যাসাজ করুন কয়েক মিনিট। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।