বলিরেখা দূর করতে ব্যবহার করুন এই ৫ তেল

কয়েক ধরনের এসেনশিয়াল অয়েল নিয়মিত ব্যবহার করলে সহজে বলিরেখা পড়বে না ত্বকে। এছাড়া ত্বক থাকবে উজ্জ্বল ও মসৃণ।  

  • লেমন অয়েল নিয়মিত ব্যবহার করতে পারেন ত্বকে। এটি বলিরেখা দূর করার পাশাপাশি ত্বক নরম ও কোমল করবে।
  • রোজমেরি অয়েলে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বক বুড়িয়ে যাওয়া আটকাতে সাহায্য করে।
  • চন্দনের তেল ব্যবহার করতে পারেন ত্বকে। এটি ত্বকের ক্লান্তি ও বলিরেখা দূর করে।
  • ত্বকের যৌবন ধরে রাখতে ব্যবহার করুন রোজ অয়েল।
  • ল্যাভেন্ডার অয়েলের চমৎকার সুগন্ধ কেবল আপনার ক্লান্তিই দূর করে দেবে না, বলিরেখাও দূর করবে ত্বকের।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া