চুল ঘন ও নরম করবে ঘি

চুলের যত্নে ঘি ব্যবহার করতে পারেন নিয়মিত। এটি যেমন চুল নরম ও ঘন করবে, তেমনি খুশকি দূর করে চুল ঝলমলে করতেও কাজে দেবে শতভাগ।

  • আর্দ্রতার অভাবে চুল নিস্তেজ হয়ে যায়। হেলদি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ঘি ম্যাসাজ করুন চুলে। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। চুল হবে ঝলমলে।
  • ঘি সামান্য গরম করে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। এতে রক্ত সঞ্চালন বাড়বে চুলের গোড়ায়। ফলে চুলের বৃদ্ধি দ্রুত হবে।
  • ১ চা চামচ নারকেল তেলের সঙ্গে ২ চা চামচ ঘি মিশিয়ে চুলে লাগান। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল হবে ঘন ও মসৃণ।
  • আমলকী ও পেঁয়াজের রসের সঙ্গে ঘি মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। নতুন চুল গজাবে। পাশাপাশি চুল হবে উজ্জ্বল ও ঝলমলে।
  • চুলের অকালে পেকে যাওয়া রোধ করতেও কার্যকর ঘি।
  • খুশকি দূর করতে ঘি ম্যাসাজ করুন চুলের গোড়ায়।