শিশু কেন মিথ্যা বলে?

সাধারণত দুই থেকে চার বছর বয়সী শিশুদের মধ্যে মিথ্যা বলার প্রবণতা দেখা দেয়। বাবা-মায়ের কাছে নানা কারণে তারা মিথ্যা বলতে পারে। এতে খুব বেশি চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শিশুরা খুব বুঝে মিথ্যা বলে, এমনটা নয়। স্বাভাবিক মনস্তাত্ত্বিক বদল থেকেই এই ধরনের অভ্যাস দেখা দেয় তাদের মধ্যে। এসব ক্ষেত্রে শাস্তি না দিয়ে বা বকাঝকা না করে শিশুদের বুঝিয়ে বলার বিকল্প নেই। জেনে নিন কেন শিশুরা বাবা-মায়ের কাছে মিথ্যা বলে।

  • কোনও কাজ করার পর সেটা ভুল হয়েছে বুঝতে পেরে শিশু মিথ্যা বলতে পারে। বাবা-মায়ের কাছ থেকে বকা খাওয়া এড়াতে এ ধরনের মিথ্যার আশ্রয় নেয় তারা।
  • আত্নবিশ্বাসের অভাবেও অনেক শিশু মিথ্যা বলে। হয়তো তারা বুঝতে পারে না সত্য বলতে পরিস্থিতি কী হতে পারে।
  • যখন শিশু বুঝতে পারে কিছু চাইলে আপনি সেটা দেবেন না, তখন সে বানিয়ে মিথ্যা বলে।
  • মাঝে মধ্যেই শিশু মিথ্যা বলে অকারণেই। বন্ধুদের কাছে বানিয়ে বানিয়ে কল্পনাপ্রসূত গল্প করতে পছন্দ করে তারা।
  • অনেক শিশু মিথ্যা বলে সেটা মিথ্যা তা না বুঝেই।