গরমেও ফাটছে ঠোঁট?

শীতকালেই সাধারণত ফাটে আমাদের ত্বক ও ঠোঁট। তবে তীব্র গরমেও অনেক সময় দেখা দিতে পারে ঠোঁট ফাটার সমস্যা। শীতে ঠোঁট ফাটলে যে পদ্ধতিতে যত্ন নেওয়া হয়, গরমে কিন্তু সেই একই পদ্ধতি খাটবে না। কারণ তীব্র গরমে ঠোঁটে তেল বা ভ্যাসলিন ব্যবহার করা বেশ বিড়ম্বনার বিষয়।

  • প্রচুর পরিমাণে পানি পান করুন। পানির অভাবে শরীর শুষ্ক হয়ে ফাটতে পারে ঠোঁট। খেতে পারেন তরমুজের মতো রসালো ফল।
  • বিভিন্ন ধরনের ফল ও ফলের বীজ দিয়ে সালাদ বানিয়ে খান। ফ্লাক্স সিড, পেঁপের বীজ, তিল মিশিয়ে বানানো সালাদ নিয়মিত খেতে পারলে ত্বক ভেতর থেকে থাকবে নরম।
  • বেসনের সঙ্গে দুধ মিশিয়ে ঠোঁট পরিষ্কার করুন ঘষে ঘষে।
  • টোনার হিসেবে ঠোঁটে ব্যবহার করুন গোলাপজল।
  • হালকা ধরনের কোনও ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
  • সপ্তাহে একদিন তিলের তেল ঘষে মরা চামড়া উঠিয়ে নিন ঠোঁটের।
  • কোকো বাটার আছে এমন লিপবাম ব্যবহার করতে পারেন ঠোঁটে।