অতিরিক্ত পাকা কলা ফেলে দিচ্ছেন?

পাকা কলা

কলা অতিরিক্ত পেকে গেলে ফেলে দিই আমরা। কিন্তু এই পাকা কলাই আমাদের দিতে পারে কোমল ত্বক ও সুন্দর চুল। জেনে নিন কীভাবে প্রাকৃতিকভাবে ত্বক ও চুলের সুরক্ষা করে পাকা কলা- 

 

প্রাকৃতিক ময়েশ্চারাইজার
কলা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে সুরক্ষা দেয় ত্বককে। পাকা কলা চটকে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বকের লাবণ্য বাড়বে।

শুষ্ক চুলের যত্নে
একটি পাকা কলা চটকে আধা কাপ দই মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। শুষ্ক চুলের ঔজ্জ্বল্য বাড়াবে এটি।

বলিরেখা দূর করতে
পাকা কলার সঙ্গে ১ টেবিল চামচ মধু মেশান। মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে দূর হবে ত্বকের বলিরেখা।

ত্বক ও চুলের সুরক্ষা দেয় কলা

ডার্ক সার্কেল দূর করতে
প্রতিদিন ৫ মিনিট চোখের আশেপাশে পাকা কলা ঘষুন। ধীরে ধীরে কমে যাবে চোখের চারপাশের কালো দাগ।
শুষ্ক ত্বকের সুরক্ষায়
ত্বককে অতিরিক্ত শুষ্ক না করেই ত্বকের অপ্রয়োজনীয় তেল শোষণ করে পাকা কলা। ৩ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে একটি পাকা কলা মেশান। ১০ মিনিট মুখে লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।


/এনএ/