বেকিং সোডা ট্রিকস

বেকিংয়ের কাজে ব্যবহৃত বেকিং সোডা কাজে লাগাতে পারেন আরও বিভিন্নভাবে। জেনে নিন কিছু বেকিং সোডা ট্রিকস।  

  • বাজার থেকে কিনে আনা ফল পরিষ্কার করে নিতে পারেন বেকিং সোডার সাহায্যে। ২ কাপ পানিতে ১ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।
  • কার্পেট পরিষ্কার করতে রাতে খানিকটা বেকিং সোডা ছিটিয়ে দিন। পরদিন সকালে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে ফেলুন।
  • কুসুম গরম পানিতে খানিকটা বেকিং সোডা মিশিয়ে গার্গল করুন। এটি প্রাকৃতিকভাবে ফ্রেশ রাখবে নিঃশ্বাস।
  • বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। পেস্টটি বগলের নিচে ঘষুন। ঘামের দুর্গন্ধ দূর হবে।
  • বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যভার করতে পারেন রুম ফ্রেশনার হিসেবে।
  • বাথরুমের টাইলস ঝকঝলে করতে বেকিং সোডার পেস্ট লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ঘষে পরিষ্কার করে ফেলুন।
  • টুথব্রাশ জীবাণুমুক্ত করতে কুসুম গরম পানিতে বেকিং সোডা ও ভিনেগার মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।
  • ফ্রায়িং প্যানের পোড়া দাগ দূর করতে গরম পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।
  • সপ্তাহে একদিন বেকিং সোডার পেস্ট দিয়ে দাঁত মাজুন। ঝকঝকে হবে দাঁত।
  • জুতার দুর্গন্ধ দূর করতে সামান্য বেকিং সোডা ছিটিয়ে রাখুন ভেতরে।
  • নখের হলদে ভাব দূর করতে বেকিং সোডা ও লেবুর রসের মিশ্রণ লাগান।