মোবাইলের ব্যাক কভার হলদে হয়ে যাচ্ছে?

মোবাইলের স্বচ্ছ ও সাদা ব্যাক কভার কিছুদিন ব্যবহার করলেই হলদে হতে শুরু করে। ধুলাবালি, ঘাম জমে এমনটা হয়। ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই স্বচ্ছ কভারকে একদম নতুনের মতো করে নিতে পারেন। 

  • ফোনের কভারে কিছুটা বেকিং সোডা ছিটিয়ে নিন। একটি ভেজা টুথব্রাশ ব্যবহার করে দাগের জায়গাগুলো ভালোভাবে ঘষুন। ধুয়ে নপ্রপম কাপড়ে মুছে শুকিয়ে নিন।
  • কিছুটা টুথপেস্ট, তৈজস পরিষ্কার করার তরল সাবান, অল্প লবণ এবং কিছুটা ভিনেগার ভালোভাবে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণের মধ্যে কভারটি ১০-১২ মিনিট ডুবিয়ে রাখুন। এরপর উঠিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন।
  • এক কাপ কুসুম গরম পানিতে কয়েক ফোঁটা ডিশ ওয়াশের লিকুইড মিশিয়ে নিন। ফোনের কভারে এই মিশ্রণ সামান্য ঢেলে টুথব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করুন।
  • রাবিং অ্যালকোহল দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করুন কভার। শুকনা কাপড় দিয়ে মুছে বাতাসে শুকিয়ে নিন।