ভেজা চুলে যে ৫ ভুল করবেন না

চুলের ঠিকঠাক যত্ন নেওয়ার পরেও আগা ফেটে যাওয়া বা ঝরে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে? হয়তো চুল ভেজা থাকা অবস্থায় করা কিছু ভুলের কারণেই এমনটি হচ্ছে।

  • ভেজা অবস্থায় তোয়ালে দিয়ে আঘাত করে চুল ঝারবেন না। জোরে জোরে মোছাও অনুচিত। এতে চুল ফেটে যায়। তোয়ালে দিয়ে আলতো করে চেপে মুছে নিন ভেজা চুল।
  • ভেজা চুল কখনও আঁচড়াবেন না। চুল শুকিয়ে গেলে তারপর আঁচড়ান। ভেজা চুল যদি আঁচড়াতেই হয় তবে মোটা খিলের চিরুনি দিয়ে খুব ধীরে আঁচড়াবেন। তবে ভেজা চুলে কোনও অবস্থাতেই ব্রাশ ব্যবহার করবেন না।
  • ভেজা চুল তাপ বেশি টানে। তাই ভেজা অবস্থায় হেয়ার স্ট্রেইটনার বা হিট স্টাইলিং সরঞ্জামগুলি ব্যবহার করবেন না। এমনকি হেয়ার ড্রায়ার ব্যবহার করাও ঠিক নয়।
  • ভেজা চুল বেঁধে রাখবেন না। এতে চুল ক্ষতিগ্রস্ত হয়।
  • হেয়ার স্টাইলিংয়ের জন্য ভেজা চুলে কোনও ধরনের স্প্রে ব্যবহার করবেন না।