চুলের ৫ সমস্যার সমাধান করে পেঁয়াজ

খুশকি থেকে শুরু করে চুল পড়ে যাওয়ার সমস্যা দূর করতে ভরসা রাখতে পারেন পেঁয়াজে। এটি চুল ঝলমলে করতেও অতুলনীয়।

চুলের বৃদ্ধি দ্রুত করতে
চুল দ্রুত বাড়াতে সাহায্য করে পেঁয়াজ। এটি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়। সমপরিমাণ পেঁয়াজের রস ও গোলাপজল মিশিয়ে চুলে স্প্রে করুন। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

চুল পড়া রোধ করতে
চুলের গোড়া মজবুত করে চুলের অকালে পড়ে যাওয়া রোধ করতে পেঁয়াজ বেশ কার্যকর।

খুশকি দূর করতে
খুশকির উপদ্রব থেকে রেহাই পেতে চাইলে পেঁয়াজের রস সরাসরি লাগাতে পারেন চুলের গোড়ায়। এছাড়া লেবুর খোসা শুকিয়ে গুঁড়া করে টক দই ও পেঁয়াজের রস মিশিয়ে চুলে লাগালেও উপকার পাবেন।

নতুন চুল গজাতে
সপ্তাহে একদিন পেঁয়াজের রস চুলের গোড়ায় ম্যাসাজ করুন। এটি নতুন চুল গজাতে সাহায্য করবে।  

অকালে চুল পাকা রোধ করতে
অকালে চুলের পেকে যাওয়া রোধ করতে পেঁয়াজের রস অতুলনীয়। এজন্য সরিষার তেলের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।