শুরু হচ্ছে মেরিন ড্রাইভ আলট্রা-ম্যারাথন

কক্সবাজারের মেরিন ড্রাইভে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে মেরিন ড্রাইভ আল্ট্রা-ম্যারাথন। ‘দেশ আমার, দায়িত্ব আমার’- এই স্লোগানকে সামনে রেখে আগামী ৩ এবং ৪ ডিসেম্বর এই আয়োজন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে যৌথভাবে এর আয়োজন করেছে ট্রাভেলার্স অব বাংলাদেশ (টিওবি) এবং এসকাপেড।


ইনানী থেকে টেকনাফ পর্যন্ত তিনটি ক্যাটাগরি ৫০, ১০০ ও ১৬১ কিলোমিটার দূরত্বের এই আলট্রা ম্যারাথনের সময়সীমা ১০, ২৪ ও ৩৬ ঘণ্টা।
১০০ কিলোমিটার দৌড়ে অংশ নিচ্ছেন সহিদুল ইসলাম নামের একজন ম্যারাথন দৌড়বিদ। সহিদুল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উপপরিচালক। প্রথম মেরিন ড্রাইভ আল্ট্রা ম্যারাথনে তিনি সফলভাবে ৫০ কিলোমিটার ম্যারাথন দৌড় সম্পন্ন করেছিলেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, 'পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অ্যাথলেটক্সের চর্চা আমার প্যাশন। আমি মনে করি সব পেশাজীবীদেরই শরীরচর্চা করা প্রয়োজন। এতে করে সুস্থতার পাশাপাশি কর্মদক্ষতাও বাড়ে।'